২৭ আগস্ট, ২০১৬ ১৪:১৪

সিরাজগঞ্জে বন্যার্তদের পাশে তরুণ চিকিৎসকদল

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে বন্যার্তদের পাশে তরুণ চিকিৎসকদল

সিরাজগঞ্জে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের একদল তরুণ চিকিৎসক।  শুক্রবার দুপুর থেকে ১০ জন তরুণ চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউপির দুর্গম চরাঞ্চল বড়কয়ড়া ও ছোট কয়ড়া গ্রামের তিন শতাধিক নারী পুরুষ-শিশুকে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন। 

প্রত্যেক রোগীকে বিনামুল্যে বিভিন্ন রোগের ওষুধ এবং ত্রাণ হিসেবে চাল-ডাল-তেল-আলু বিতরণ করা হচ্ছে বলে জানা গেছে। টিমে ঢাকার ধানমন্ডিস্থ নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হাসপতালের ডা. এস.এম. জিহাদ, ডা. মাহমুদুর রহমান তনু, ডা. সৈয়দ ওসমান গনি, ডা. নাজিম উদ্দিন, ডা. মো. ইব্রাহীম, বিজন রায় ও তাবরিজ জুবায়েরসহ আরও চার সহযোগী ছিলেন। 

এসময় কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান টি.এম. শাহাদত হোসেন ঠান্ডু, টিমের সহায়ক আসিফ হোসেন, হোসেন আলী ছোট্ট, বেলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য বক্তি উপস্থিত ছিলেন। 


বিডি প্রতিদিন/২৭ আগস্ট ২০১৬/হিমেল-১৭

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর