২৭ আগস্ট, ২০১৬ ১৮:১৭

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের দাবিতে ১০দলীয় জোটের গণঅনশন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের দাবিতে ১০দলীয় জোটের গণঅনশন

দেশব্যাপী জঙ্গি হামলা ও সন্ত্রাস প্রতিরোধের দাবিতে বরিশালে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) সহ ১০দলীয় জোটের গণঅনশন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্ত্বরে স্থাপিত মঞ্চে ন্যাশনাল পিপলস্ বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে শুরু হওয়া গনঅনশন কর্মসূচী শেষ হয় দুপুর ১টায়।

এনপিপি’র জেলা কমিটির সভাপতি ডা. হুমাউন কবিরের সভাপতিত্বে গণঅনশন কর্মসূচি চলাকালে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর সভাপতি এবিএম মাসুদ, কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মহানগর কমিটির সাধারণ সম্পাদক মেহেদি হাসান রনি।

আরো বক্তব্য রাখেন ১০দলীয় জোটের আশরাফ হোসেন আফজাল, পটুয়াখালী জেলা সভাপতি সেলিম তালুকদার, গিয়াস উদ্দিন ভূঁইয়া ও মো. তুষার প্রমুখ।

অনশন কর্মসূচিতে বক্তারা বলেন, একটি রাজনৈতিক দল সন্ত্রাস, আর জঙ্গিবাদের মাধ্যমে রাজনীতির মাঠের পালা বদল করতে চায়। নিরীহ মানুষ হত্যা করে কোন দিন কোন দল ক্ষমতায় যেতে পারে নাই।

দুপুর ১টায় পানীয় পান করিয়ে অনশনকারীদের অনশন ভঙ্গ করান বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ্ব মো. সাইদুর রহমান রিন্টু।

বিডি প্রতিদিন/  ২৭ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর