২৭ আগস্ট, ২০১৬ ২২:০৬

কবি নজরুলের ৪০তম প্রয়াণ দিবস উদযাপন

ময়মনসিংহ প্রতিনিধি

কবি নজরুলের ৪০তম প্রয়াণ দিবস উদযাপন

ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে শনিবার বিকেলে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কবির জীবন ও কর্মের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘গাহি সাম্যের গান’ মঞ্চে কবির জীবন ও কর্মের উপর এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমানের সভাপতিত্বে আলোচক হিসেবে ক্তব্য রাখেন, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মো: নজরুল ইসলাম, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. বিজয় ভূষণ দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোকলোর বিভাগের প্রভাষক মোহাম্মদ মেহেদী উল্লাহ।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ বৃত্তি প্রদান করা হয়।

বিডি প্রতিদিন/  ২৭ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর