২৯ আগস্ট, ২০১৬ ০৯:৫০

সিরাজগঞ্জ ঘুমের ওষুধ খেয়ে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জ ঘুমের ওষুধ খেয়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে শরীফ আহম্মেদ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টার দিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত শরীফ আহম্মেদ রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা ও বেস্ট ইন ব্র্যান্ড নামে একটি কসমেটিকস কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে সিরাজগঞ্জে কর্মরত ছিলেন।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, শরীফ মাছুমপুর মহল্লার কামরুলের মেসে থাকতো। তার সঙ্গে কোকাকোলা কোম্পানির বিক্রয় প্রতিনিধি জিয়াউল হাসান থাকতেন। প্রতিদিনের মতো শনিবার রাতে দু’জন ঘুমোতে যায়। পরদিন রোববার সকালে জিয়াউল হাসান শরীফকে ঘুমন্ত অবস্থায় রেখে তার কর্মস্থলে চলে যায়। কিন্তু রাত সাড়ে ৮টার দিকে মেসে ফিরেও শরীফকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। পরে তেমন কোনো সাড়া-শব্দ নেই দেখে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান শরীফ। 

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরুতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে অতিমাত্রায় ঘুমের ওষুধ খেয়েই শরীফের মৃত্যু হয়েছে।  


বিডি প্রতিদিন/২৯ আগস্ট ২০১৬/হিমেল-০৮

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর