২৯ আগস্ট, ২০১৬ ১৮:৪৫

সালিশে বাবা-মাসহ স্কুলছাত্রীকে পিটিয়ে আহত করায় মামলা

নোয়াখালী প্রতিনিধি:

সালিশে বাবা-মাসহ স্কুলছাত্রীকে পিটিয়ে আহত করায় মামলা

সালিশে এক স্কুলছাত্রী ও তার বাবা, মা এবং খালাকে পিটিয়ে আহত করার ঘটনায় নোয়াখালীর চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাহানা ভূঁইয়ার আদালতে মামলাটি দায়ের করেন। বাদীর অভিযোগ নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার জন্যে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দিয়েছেন বিচারক।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ২২ আগষ্ট রাতে চরবাটা ইউনিয়ন পরিষদে পারিবারিক বিরোধের ঘটনায় মধ্য চরবাটা গ্রামের দিনমজুর এক ব্যক্তি, তার স্ত্রী ও শ্যালিকাকে বেত দিয়ে পিটিয়ে আহত করেন চেয়ারম্যান মোজাম্মেল হোসেন। এক পর্যায়ে তাদের দশম শ্রেণি পড়ুয়া মেয়েকে তুলে এনে সালিশে বেত মারা হয়। এতে ঘটনাস্থলে ছাত্রীটি জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন সংগঠন।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর