২৯ আগস্ট, ২০১৬ ২২:৩২

গৃহবধূর গোসলের ভিডিও মোবাইলে ছড়িয়ে দেওয়ায় যুবকের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি:

গৃহবধূর গোসলের ভিডিও মোবাইলে ছড়িয়ে দেওয়ায় যুবকের কারাদণ্ড

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নে এক গৃহবধূর গোসলের ভিডিও ফুটেজ ধারণ করে মোবাইলে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ইউছুফ (২৩) নামে এক যুবককে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর ২টার দিকে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রবিউল ফয়সাল এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ইউছুফ উপজেলার জয়াগ ইউনিয়নের ক্যাগনা গ্রামের শাহজাহানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে বখাটে ইউছুফ তাদের বাড়ির এক গৃহবধূর গোসল করার ভিডিও ফুটেজ তার মোবাইলে ধারণ করে। পরে সে এলাকার বিভিন্ন লোকের মোবাইলে এ ভিডিও ফুটেজটি ছাড়িয়ে দেয়। এ বিষয়টি ভিকটিমের পরিবারের নজরে আসলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় বিষয়টি জানায়।

এ অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত ইউছুফকে গ্রেফতার করে পুলিশ। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে উঠালে আদালত তাকে ১ বছরের সাজা প্রদান করে।

সোনাইমুড়ী থানার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী অফিসার মো: রবিউল ফয়সাল এক যুবককে ১ বছরের সাজা দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর