Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ১ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৫২
চাঁপাইনবাবগঞ্জে নামতে শুরু করেছে বন্যার পানি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে নামতে শুরু করেছে বন্যার পানি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর পানি কমার সাথে সাথে উপদ্রুত এলাকা থেকে নামতে শুরু করেছে বন্যার পানি। এতে করে বন্যা উপদ্রুত নিম্নাঞ্চলের মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসছে।

তবে সাঁপ আতঙ্ক ভুগছেন প্লাবিত এলাকায় বসবাসকারীরা। কারণ ইতিমধ্যে সাঁপের কামড়ে ৩জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ভাঙ্গন আতঙ্কে রয়েছেন নদী তীরবর্তী মানুষজন।

এদিকে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে উপদ্রুত এলাকায় পানিবাহিত রোগ দেখা দেয়ার আশংকা রয়েছে। তাই স্বাস্থ্য বিভাগ এই ব্যাপারে সজাগ রয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. প্রধান আবুল কালাম।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম জানান, গত ২৪ঘন্টায় পদ্মা নদীর পানি ৯ সেন্টিমিটার এবং মহানন্দা নদীর পানি ৭ সেন্টিমিটার কমেছে। তিনি আরও জানান, এই হারে পানি কমতে থাকলে দ্রুত বন্যা পরিস্থিতির উন্নতি ঘটবে। তবে নদী ভাঙ্গন দেখা দেয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

বিডি প্রতিদিন/  ০১ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow