Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ১ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৫১
নাটোরে প্রতিপক্ষের রডের আঘাতে নিহত ১
অনলাইন ডেস্ক
নাটোরে প্রতিপক্ষের রডের আঘাতে নিহত ১

নাটোরের সিংড়ায় পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের রডের আঘাতে নজরুল ইসলাম (৪৭) নামে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম পাঙ্গাশিয়া গ্রামের মৃত জাকের ফকিরের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, নজরুলের সঙ্গে জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে চাচাতো ভাই নাঈমের বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে নাঈম ও তার লোকজন নজরুলকে রড দিয়ে পিটিয়ে আহত করে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

বিডি প্রতিদিন/  ০১ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow