Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৩২
নোয়াখালীতে খাল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে খাল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

নোয়াখালীর চাটখিল উপজেলায় মোহাম্মদপুর-বদর কোর্ট ইউনিয়নের একটি খাল থেকে খলিলুর রহমান (৪০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে মোহাম্মদপুর ধন্যপুর গ্রামের একটি খাল থেকে খলিলুর রহমানের মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত খলিলুর রহমান নীলফামারী জেলার ডোমার উপজেলার হংসরাজ গ্রামের আলী আশরাফের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত খলিলুর রহমান দীর্ঘদিন যাবত নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মোস্তাফার বাড়িতে কাজ করত। গত বুধবার রাতে প্রতিদিনের মত খলিল মোস্তফার ভেশাল জালে মাছ ধরতে যায়। খলিলকে না দেখে মোস্তফা বুধবার বিকালের দিকে ভেশাল জালের কাছে গিয়ে খলিলকে মৃত অবস্থায় পানিতে পড়ে থাকতে দেখে চাটখিল থানা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদ উল্যাহ খালের ভিতরে খলিলের মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করেছেন।

চাটখিল থানার ওসি মোঃ নাছিম উদ্দিন যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবকের লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

বিডি প্রতিদিন/ ০৮ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন

 

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow