Bangladesh Pratidin

প্রকাশ : ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০৩:১২
আপডেট :
পাঁচ লাখ টাকায় বাংলাদেশে মেসি!
অনলাইন ডেস্ক
পাঁচ লাখ টাকায় বাংলাদেশে মেসি!

কক্সবাজারের টেকনাফ পৌরসভার টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠের কোরবানির পশুর হাটে লাল রং এর একটি গরুর নাম রাখা হয়েছে ‘মেসি’। আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির নামের সাথে মিলিয়ে এই নামকরণ করা হয়েছে।

গরুটিকে ঘিরে ছিল উৎসুক সাধারণ মানুষের ভিড়। গরুটির ওজন হবে প্রায় আট মণ। গরুর দাম হাঁকা হচ্ছে পাঁচ লাখ টাকা। অনেক কেই  আবার ‘মেসি’র সামনে-পেছনে দাঁড়িয়ে মুঠোফোনে সেলফি তুলতেও দেখা যায়।

টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার ফরিদ আলম হাটে বিক্রির জন্য আনেন ‘মেসি’কে। তিনি জানিয়েছেন, চার লাখ টাকার বেশি দাম পেলে তবেই তিনি 'মেসি'কে বিক্রি করবেন।

বিডি-প্রতিদিন/তাফসীর

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow