Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

প্রকাশ : ৯ সেপ্টেম্বর, ২০১৬ ১১:১৫
আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:০৮
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
চৌদ্দগ্রাম প্রতিনিধি:
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুমিল­ার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত আট জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল পৌনে দশটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুর্চি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির এসআই রাজ্জাক জানান, ফেনীগামী পিকআপের সাথে কুমিল্লাগামী মদিনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষে গাড়ি দু'টির সম্মুখ অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে পিকআপের পিছনে থাকা দুইজন ঘটনাস্থলে নিহত ও উভয় গাড়ির অন্তত আট জন আহত হন। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। গুরুতর আহত পিকআপের চালক ও হেলপারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও গুরুতর আহতদের নাম জানা যায়নি।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow