Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২০ আগস্ট, ২০১৭

ঢাকা, রবিবার, ২০ আগস্ট, ২০১৭
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০১৬ ১২:১৪ অনলাইন ভার্সন
আপডেট :
ফরিদপুরে কোরবানির মাংস বিতরণ
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে কোরবানির মাংস বিতরণ

ফরিদপুরে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। বুধবার শহরতলীর আলিয়াবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মাংস বিতরণ করা হয়।

জানা গেছে, ইসলামিক রিলিফের সহযোগীতায় ও বিএফএফ’র আয়োজনে জেলার ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৫ টি ইউনিয়নের ১ হাজার ৪শ পরিবারের মাঝে দুই কেজি করে মাংস বিতরণ করা হয়।

মাংস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসার আলী আহসান, ইসলামিক রিলিফের কর্মকর্তা মো. আবু সোলাইমান, আলিয়াবাদ ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু, স্থানীয় আওয়ামী লীগ নেতা আকতারুজ্জামান, বেসরকারী উন্নয়ন সংস্থা ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সী (এফডিএ)’র পরিচালক আজহারুল ইসলাম, বিএফএফ’র পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির প্রমুখ।

বিডি-প্রতিদিন/মজুমদার

 

আপনার মন্তব্য

up-arrow