Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:২০
আপডেট :
বান্দরবানে ওবায়দুল কাদের
'সরকারের অবিশিষ্ট সময়ে শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে'
বান্দরবান প্রতিনিধি


'সরকারের অবিশিষ্ট সময়ে শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে'
ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের অবশিষ্ট সময়ে শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে। আর এই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের ফলে পাহাড়ে শান্তির সুবাতাস পাবে পার্বত্য জেলার জনগণ।

শুক্রবার দুপুরে বান্দরবান সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী আরও বলেন, ২০১৮ সালের মধ্যে বান্দরবান ও কক্সবাজারকে ঘিরে একটি পর্যটন ভিলেজ গঠন করার পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে এবং পার্বত্য জেলা বান্দরবানকে শিগগিরই একটি টুরিস্ট জোনে রূপান্তরিত করা হবে।

এসময় জাতীয় রাজনীতির কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, পার্লাামেন্টের নিয়মে যথাসময়ে নির্বাচন হবে, মধ্যবর্তী নির্বাচনের নামে মধ্যবর্তী রসিকতা করার কোন প্রয়োজন নেই।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার নির্দেশ দিচ্ছেন, পাহাড়ী জনগণকে কোন ভাবেই উপেক্ষা করা যাবে না, পাহাড়ে আমাদের জাতীয় সম্পদ আছে। পাহাড়ীরা আমাদের জাতীয় ধারারই অংশ। পাহাড় কোন বিচ্ছিন্ন নয়। এজন্য পাহাড়ের সমস্যা সমাধানে আমাদের প্রধানমন্ত্রী অত্যান্ত আন্তরিক।

মতবিনিময় সভায় এ সময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ প্রশাসনে ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বিডি-প্রতিদিন/১৬ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow