Bangladesh Pratidin

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৫০
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:২৯
বরিশালে বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশালে বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে চার মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। করপোরেশনের বঙ্গবন্ধু কর্মজীবী পরিষদের উদ্যোগে রবিবার সকাল সাড়ে ১০ টায় নগর ভবনের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

তারা ২ নম্বর প্যানেল মেয়র মোশারেফ আলী খান বাদশার হাতে কর্মকর্তা-কর্মচারীরা লাঞ্ছিত হওয়ার বিচার দাবি করেন। বঙ্গবন্ধু কর্মজীবী পরিষদের আহবায়ক দীপক লাল মৃধার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন করপোরেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। বক্তারা ৩০ সেপ্টেম্বরের মধ্যে তাদের বকেয়া ভাতা পরিশোধ না হলে লাগাতার আন্দোলনের কথা বলেন।  

জানা যায়, বিসিসি’র ৪৬৮ জন কর্মকর্তা-কর্মচারীর চার মাসের বেতন এখনো বাকি রয়েছে। ৩৮ মাস পর্যন্ত কন্টিবিউটরী প্রভিডেন্ট ফান্ডের টাকা তাদের স্ব-স্ব হিসেবে জমা হয়নি। ৪৬৮ জন কর্মকর্তা-কর্মচারীর চার মাসের বেতন ভাতা বকেয়া থাকায় ঈদুল আজহার আগে গত ৮ সেপ্টেম্বর সিটি মেয়রের কাছে গেয়ে বেতন ভাতার দাবি জানায় কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু তাদের শুধু ঈদের বোনাস দেয়া হয়। এই ঘটনায় কর্মচারীরা ক্ষুব্ধ হয়। পরদিন ৯ সেপ্টেম্বর ২ নম্বর প্যানেল মেয়র মোশারেফ আলী খান বাদশা বহিরাগত সন্ত্রাসী নিয়ে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের লাঞ্চিত করেন বলে অভিযোগ রয়েছে।  

বিডি-প্রতিদিন/এ মজুমদার

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow