Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ২২:০০
আপডেট :
লক্ষ্মীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে আহত ১০
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে আহত ১০

লক্ষ্মীপুর-রামগতি সড়কের নুই গাছতলা নামক স্থানে বাস ও দু'টি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

রবিবার সন্ধ্যার আগ মুহূর্তে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সিএনজি চালক মনির হোসেন ও ফারহানা আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকাগামী যাত্রীবাহী ওই বাস ঘটনাস্থলে পৌঁছালে দু'টি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই পরিবারের ফারহানা, আব্দুল মান্নান ও স্নিগদাসহ ১০ জন যাত্রী আহত হন। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

বিডি-প্রতিদিন/১৮ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow