Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:১৬
আপডেট :
সিলেটে তুচ্ছ ঘটনার জেরে সংঘর্ষ, আহত অর্ধশত
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে তুচ্ছ ঘটনার জেরে সংঘর্ষ, আহত অর্ধশত

সিলেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ইউনিয়নের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে লামাকাজি ব্রিজ এলাকায় সিলেট সদর উপজেলার মোগলগাঁও ও বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গতকাল রবিবার লামাকাজি বাজারে দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের যুগীরগাঁওয়ের এক ব্যবসায়ীকে মারধর করা হয়। এর জের ধরে আজ সোমবার মাইকিং করে মোগলগাঁও ও লামাকাজি ইউনিয়নের লোকজন লামাকাজি ব্রিজ এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি আকতার হোসেন।


বিডি-প্রতিদিন/ ১৯ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow