Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:১৩
আপডেট :
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার সর্বগ্রাসী রূপ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার সর্বগ্রাসী রূপ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াবহ ভাঙন অব্যাহত রয়েছে। পানি কমার সাথে সাথে গত ১৫দিন ধরে জেলার ৬ ইউনিয়নে নদী ভাঙন শুরু হয়েছে। ভাঙনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর, চরবাগডাঙ্গা, দেবীনগর ও আলাতুলী এবং শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ও পাঁকা ইউনিয়নের ব্যাপক এলাকা নদী গর্ভে তলিয়ে গেছে। ইতোমধ্যে সাড়ে চারশ' ঘরবাড়ি ও দু'শ একর ফসলি জমি, আমবাগান ও কুল বাগান নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে।

এ অবস্থায় ভিটেমাটি হারানোর শঙ্কায় দিন কাটছে নদীপাড়ের মানুষের। ইতোমধ্যে অনেকেই বাড়িঘর নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে অন্যের জমিতে বসবাস করছেন। জনপ্রতিনিধিরা ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে প্রচণ্ড ভাঙনে হুমকির মুখে পড়েছে দেড়শ' কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প। প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে নদী ভাঙন। প্রতিদিন নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, আমবাগান, কুলবাগান, বসতবাড়ি, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানও। গত কয়েকদিনে ভাঙনের ভয়াবহতা আকস্মিকভাবে বেড়ে যাওয়ায়, সর্বগ্রাসী পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে সাড়ে চারশ' পরিবারের বাড়িঘর।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow