২০ সেপ্টেম্বর, ২০১৬ ০২:১৪

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে এনজিও কর্মকর্তা অপহরণ

সাভার প্রতিনিধি:

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে এনজিও কর্মকর্তা অপহরণ

সাভারে প্রদীপ দাস (৪০) নামের এক এনজিও কর্মকর্তাকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় সোমবার রাতে অপহৃতের স্ত্রী সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অপহৃতের স্ত্রী আশা রাজবংশী বলেন, তার স্বামী আশা নামের একটি এনজিওতে কাজ করেন। সোমবার বিকেলে এনজিওর কাজ শেষ করে হেমায়েতপুর এলাকা থেকে সাভারের ব্যাংক টাউনের বাড়িতে ফিরছিলেন। এসময় ডিবি পুলিশ পরিচয়ে একদল দুর্বৃত্ত একটি মাইক্রোবাসযোগে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে রাতের দিকে অপহরনকারীচক্র মুঠোফোনে এনজিও কর্মকর্তার পরিবারের কাছে তাকে ছেড়ে দেওয়ার জন্য ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরে অপহৃতের স্ত্রী এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এব্যাপারে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বলেন, এনজিও কর্মকর্তা অপহরণের ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও অপহৃত কর্মকর্তাকে উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর