Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:১৯
আপডেট :
চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৪
নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৪

স্থানীয় সালিশকে কেন্দ্র করে আজ সকালে শিবগঞ্জের উজিরপুর ইউনিয়নে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন, উজির গ্রামের দুরুল হোদা, সাবানা, মনোয়ারা খাতুন এবং এক বছরের শিশু সিয়াম। আহতদের মধ্যে সিয়ামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জানা গেছে, পূর্ব বিরোধের জেরকে কেন্দ্র করে উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ’লীগ নেতা ফয়েজ উদ্দিনের লোকজনের সাথে একই এলাকার অপর আ’লীগ নেতা হবি মেম্বারের লোকজনের বিরোধ চলে আসছে। এই বিরোধ মিমাংসার জন্য গত সোমবার স্থানীয়ভাবে সালিশ বসার কথা ছিল। কিন্তু সালিশটি না হওয়ায় আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে হবি মেম্বারের কয়েকজন লোক ফয়েজের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে।  

এ ব্যাপারে শিবগঞ্জ থানার এস আই আবু রাসেল জানান, ফয়েজ ও হবি গ্রুপের মধ্যে উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ব্যাপারে এখনও শিবগঞ্জ থানায় কোন পক্ষ অভিযোগ করেনি।

বিডি প্রতিদিন/ মজুমদার

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow