Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:০৫
বাগেরহাটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ আহসানুল করিম, বাগেরহাট :
বাগেরহাটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাটের মোল্লাহাট ব্রিজের টোল প্লাজার সামনে একটি বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার বিকালে বাগেরহাট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

মোল্লাহাট ব্রিজের টোল প্লাজার ইজারাদার মো. হাফিজুর রহমান বলেন, দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস টোল প্লাজার সামনে মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান এবং পাশে থাকা টোল প্লাজার এক কর্মচারি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত (ওসি) আনম খাইরুল আনাম বলেন, মোল্লাহাট ও গোপালগঞ্জ সীমান্তবর্তী মোল্লাহাট ব্রিজ সংলগ্ন এলাকার সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

বিডি-প্রতিদিন/২০ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow