Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:২১
আপডেট :
ইবিতে ঢোল-তবলা নিয়ে ছাত্রলীগের আনন্দ র‍্যালি
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ইবিতে ঢোল-তবলা নিয়ে ছাত্রলীগের আনন্দ র‍্যালি

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় 'আইসিটি ফর ডেভোলপমেন্ট' এ্যাওয়াড পাওয়ায় আনন্দ র‍্যালি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা  ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ  হিসেবে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ক্যাম্পাসে এ র‍্যালি করে তারা।

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে আনন্দ র‍্যালিটি বের হয়। র‍্যালি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাস, সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, হাফিজুর রহমান, আবুল খায়ের, যুগ্ম সম্পাদক জামিলুর রেজা সেলিম, আনিচুর রহমান, আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, নোমান, তৌকির সোহেল মাহফুজ মাসুদ, আসাদ, প্রচার সম্পাদক ফাহিমুর রহমান সেতু, ছাত্রলীগ নেতা মশিউর রহমান, মেহেদী হাসান, আ. রহিম, নাজমুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী।

র‍্যালিতে নেতাকর্মীরা ঢোল তবলা নিয়ে আনন্দ উৎযাপন করে।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow