Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:২৪
শরণখোলায় বাঘ সংরক্ষণ বিষয়ক কর্মশালা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
শরণখোলায় বাঘ সংরক্ষণ বিষয়ক কর্মশালা

বাগেরহাটের শরণখোলায় বৃহস্পতিবার ‘বাংলাদেশ টাইগার এ্যাকশন প্লান’ ও ‘ন্যাশনাল টাইগার রিকভারী প্রোগ্রাম’ হালনাগাদ করণের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা সার্কেল এ কর্মশালার আয়োজন করে।  

উপজেলা সম্মেলন কক্ষে সুন্দরবন সহব্যবস্থাপনা কমিটির সভাপতি আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও মো. সাইদুল ইসলাম। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর মনিরুল খান। বিশেষ অতিথি ছিলেন শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোহাম্মদ হোসেন। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন পুলিশ, কোস্টাগার্ড, বনরক্ষী, গণমাধ্যম কর্মী, ওয়াইল্ড লাইফ ও টাইগার টিমের সদস্যরা।

বিডি প্রতিদিন/ মজুমদার

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow