Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:২৬
আপডেট :
কুমিল্লায় ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

কুমিল্লায় ৪৫ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।  

বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা জাতীয় ক্রীড়া সমিতি আয়োজিত এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৪শ ২৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। ইভেন্টের মধ্যে ছিলো ফুটবল,সাঁতার, হ্যান্ডবল ও কাবাডি।  

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি ছিলেন জামালপুর-২আসনের সংসদ সদস্য মো.ফরিদুল হক দুলাল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো.এলিয়াছ হোসেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম ও কুমিল্লা ফুটবল এসোসিশেয়নের সভাপতি আরফানুল হক রিফাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আবদুল খালেক।  

বিডি প্রতিদিন/ মজুমদার

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow