Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৪৮
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৩৭
বীরগঞ্জে নাইট কোচ-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
দিনাজপুর প্রতিনিধি:
বীরগঞ্জে নাইট কোচ-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

ঢাকা-দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে নাইট কোচ এবং পন্যবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে কোচটির ১৫ যাত্রী আহত হয়েছে।   দুর্ঘটনায় কোচটি রাস্তার পাশে উল্টে পড়ে যায়।

আহতদের মধ্যে পঞ্চগড় জেলার বাসিন্দা মো. মাসুদ করিম সিদ্দিকী (৪০), মো. রজব আলী (৫০), মো. জাহিরুল ইসলাম (৩৮), নারগিছ বেগম (১৮), মোছা. তানজিনা (১০), ময়মনসিংহ জেলার ইলিয়াস (১৭), মোছা, নাগরিন বেগম (৩২), মোছা. সোনিয়া (২০), মো. হেলাল (৪০), চটগ্রাম জেলার বাসিন্দা মোছা. কাকলি (১৯)কে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শুক্রবার ভোর ৬টায় মহাসড়কের বীরগঞ্জের সুজালপুর ইউনিয়নের চাকাই যদুর মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নাইট কোচের যাত্রী মো. মাসুদ করিম সিদ্দিকী বলেন, ''বৃহস্পতিবার রাতে ঢাকা হতে ছেড়ে আসা পঞ্চগড়গামী হানিফ পরিবহনের নাইট কোচটি দিনাজপুরের দশ মাইল নামক স্থানে আসার পর থেকে চালক বার বার ঘুমিয়ে যাচ্ছিলেন। কয়েককবার সর্তক করেছিলাম। এরপরই ঘটনাস্থলে মোড় নেওয়ার সময় একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কোচটি রাস্তার ধারে উল্টে যায়।

বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ১৫জন যাত্রী আহত হয়েছেন।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow