Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:১১
ইবিতে বিএড ও এমএড কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ইবিতে বিএড ও এমএড কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইইআর) অধীনে ব্যাচেলর অব এডুকেশন (বিএড) এবং মাস্টার্স অব এডুকেশন (এমএড) কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মো. মেহের আলী, অধ্যাপক ড. মতিনুর রহমান প্রমূখ।  

এবছর বিএড কোর্সের অধীনে ৭৫টি আসনের বিপরীতে ৮২ জন এবং এমএড কোর্সের অধীনে ৫০টি আসনের বিপরীতে ৬৮জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন।

আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মো. মেহের আলী বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.iu.ac.bd  এ বিস্তারিত পাওয়া যাবে।

 

বিডি প্রতিদিন/২৩ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow