Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:১৯
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৩৭
ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যাবে ২ ঘণ্টায়: ওবায়দুল কাদের
নোয়াখালী প্রতিনিধি:
ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যাবে ২ ঘণ্টায়: ওবায়দুল কাদের
ফাইল ছবি

সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আওয়ামী লীগ সরকার ব্রিজ, ফ্লাইওভার, মেট্রোরেলসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। হাইওয়ে সড়কগুলোর লেন বাড়ানো হচ্ছে। আগামীতে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত পুরোটাই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মান করা হবে। তখন ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় লাগবে মাত্র দুই ঘণ্টা।

মন্ত্রী আজ সকালে নোয়াখালীর কবিরহাটে টাষ্ট্র ব্যাংকের ১০৮ তম শাখার উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, আগামী বছরই ৭০৩ কি. মি. সীমানা সড়কের নির্মান কাজ শুরু হবে। এছাড়া কক্সবাজারে দেশের প্রথম মেরিন ড্রাইভ উদ্বোধন হবে আগামী বছর মার্চে।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, ব্যাংকের প্রধান নিবার্হী ইসতিয়াক আহমেদ, নোয়াখালী ৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী প্রমুখ।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow