Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:২৪
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:২৮
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আহত ৩০
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আহত ৩০

ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে গেলটক ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। শনিবার দুপুর সাড়ে ৩ টায় বড় খোঁচাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রংপুর থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস সদর উপজেলা বড় খোঁচাবাড়ি নামক স্থানে পৌছালে ঠাকুরগাঁও থেকে ছেড়ে যাওয়া রংপুরগামী একটি গেটলক বাসকে মুখোমুখি ধাক্কা দেয়। গেটলটের চালকসহ ৩০ জন আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ সময় প্রায় ২ ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

ঠাকুরগাঁও সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন , 'আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশংকাজনক'।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, 'বিআরটিসি বাসটি ব্রেক ফেইল হওয়ার কারণে অপর একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। ফলে এ ঘটনা ঘটেছে। এতে  কোন প্রাণহানি ঘটেনি'।

 

বিডি-প্রতিদিন/২৪ সেপ্টেম্বর, ২০১৬/তাফসীর

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow