২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৩৮

ছিটমহলের ৩২ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি

ছিটমহলের ৩২ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বিলুপ্ত ভিতরকুঠি-বশপচাই ছিটমহলের দুস্থ্য ও অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ৩ মাস ব্যাপি সেলাই প্রশিক্ষন শেষে  শনিবার  দুপুরে প্রশিক্ষনার্থীদের মাঝে সেলাই মেশিন ও সনদপত্র বিতরন করা হয়।

জেলা পরিষদের বাস্তবায়নে ও জেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে ভিতরকুটি-বশপচাই সালেহা সরকার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মতিয়ার রহমান।জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুনাকের সভাপতি শামীমা আখতার,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলোয়ারা বেগম,কেন্দ্রীয় জাতীয় মহিলা কমিটির সদস্য ফেরদৌস আরা বিউটি,প্রেসক্লাব সভাপতি মোফাখখারুল ইসলাম মজনু।

আলোচনা সভা শেষে বিলুপ্ত ভিতরকুঠি-বশপচাই ছিটমহলের ৩২জন নারীর হাতে সেলাই মেশিন ও সনদপত্র তুলে দেয়া হয়।

 

বিডি-প্রতিদিন/২৪ সেপ্টেম্বর, ২০১৬/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর