Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:০৯
ফরিদপুরে বাচ্চাসহ ডলফিন মাছ বিক্রি
অনলাইন ডেস্ক
ফরিদপুরে বাচ্চাসহ ডলফিন মাছ বিক্রি
ছবি: সংগৃহীত

ফরিদপুরে পদ্মা নদী থেকে জেলেদের বেড়জালে আটকা পড়া বাচ্চাসহ একটি ডলফিন মাছকে বাজারে বিক্রি করা হয়েছে। শনিবার বিকালে ফরিদপুর শহরের টেপাখোলা লেকপাড় বাজারে এ ঘটনা ঘটে।

 

প্রায় সাড়ে চার ফুট দৈর্ঘের দুই মন ওজনের ডলফিন প্রজাতির মাছটি মাত্র দুই হাজার পাঁচশত টাকায় বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।  

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার হাজীগঞ্জ ইউনিয়নের ভাটি সালিপুর চ্যানেলের পদ্মা নদী থেকে বাচ্চাসহ ঐ ডলফিন দুটি ধরা হয়। ফরিদপুর সদর উপজেলার মমিন খাঁর হাট এলাকার জেলে কুববাত বিশ্বাসের বেড়জালে মাছ দুটি ধরা পড়ে।  

 

বিডি প্রতিদিন/২৫ সেপ্টেম্বর ২০১৬/হিমেল

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow