Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:০৪
আপডেট :
চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিলসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিলসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ৬৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় এক নারীসহ দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলো, শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের শাহজাহানের ছেলে আরমান হোসেন (২২) ও বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের বুদুর স্ত্রী তানজিলা বেগম (২৫)।  

শিবগঞ্জ থানার ওসি রমজান আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ১১টার দিকে এসআই গোলাম রসুলের নেতৃত্বে পুলিশের একটি দল কামাত গ্রামের বুদুর বাড়িতে অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিলসহ তানজিলাকে আটক করে। এর আগে শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ইসরাইল মোড় নামক স্থানে একটি অটোবাইকে তল্লাশী চালিয়ে ১৮৫ বোতল ফেন্সিডিলসহ আরমানকে আটক করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।  

বিডি-প্রতিদিন/এ মজুমদার

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow