২৫ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৫০

বান্দরবানে ট্রাক খাদে পড়ে ঝরে গেল ২ প্রাণ

অনলাইন ডেস্ক


বান্দরবানে ট্রাক খাদে পড়ে ঝরে গেল ২ প্রাণ

বান্দরবান সদর উপজেলার রেইছা এলাকায় কাঠবোঝাই একটি ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলে মো. ইউসুফ (৫০) এবং শামসুল হক (৫৫) নামের দুই নিহত হয়েছেন।

রবিবার সন্ধ্যায় বান্দরবান-কেরাণীহাট সড়কের রেইছা এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান বান্দরবান সদর থানার এসআই শাহ আলাম।

নিহত মো. ইউসুফ ট্রাকের চালক এবং শামসুল হক কাঠ ব্যবসায়ীর মাঝি।

এসময় দুর্ঘটটনায় কবলিত ট্রাকটি ধুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনার সময় ট্রাকের ধাক্কায় বান্দরবান-দোহাজারির ৩৩ কেভি বিদ্যুতের লাইনসহ খূঁটি ভেঙ্গে চুরমার হয়ে যায়। বিদ্যুৎ বিতরণ বিভাগের কর্মীরা তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌঁছান এবং ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন পুনরায় চালু করেন।

বান্দরবান সদর থানার এসআই শাহ আলাম জানিয়েছেন, বেলা ৩টায় বান্দরবান জেলা সদর থেকে চট্ট্রগ্রামমুখী ১০ টন ওজনের কাঠবোঝাই একটি ট্রাক (নং চট্টমেট্রা-ট, ১০৯৪) রেইছা এলাকায় নিয়ন্ত্রণ হারায়। ফলে ট্রাকটি ২০ ফুট নিচে পাহাড়ি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন ট্রাক চালক মো. ইউসফ এবং কাঠ ব্যবসায়ী শামসুল হক। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ ২টি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।

বিডি-প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর