২৫ সেপ্টেম্বর, ২০১৬ ২২:১৪

পুলিশ নিয়োগ পরীক্ষায় অসদুপায়; ৯ জনের কারাদণ্ড

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

পুলিশ নিয়োগ পরীক্ষায় অসদুপায়; ৯ জনের কারাদণ্ড

পুলিশ নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দিনাজপুরে ৯ জনকে আটকের পর এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

রবিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বাণী এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লা জেলার মেহেদি হাসান (২৫), সাতক্ষীরা জেলার শেখ বাপ্পারাজ (২৭), মো. পলাশ (২০), কক্সবাজার এলাকার বাসিন্দা ইসতিয়াক বুলবুল (২৩), মাগুড়া জেলার বাসিন্দা মো. আব্দুল আলী (২৫), মুন্সিগঞ্জ জেলার শাহজালাল সুমন (২২), যশোর জেলার মো. মতিউর রহমান (২২), পাবনা জেলার শফিকুল ইসলাম (২২), দিনাজপুর জেলার মসলেম উদ্দিন (২২)।

কোতয়ালী থানার ওসি মো. রেদওয়ানুর রহিম জানান, রবিবার পুলিশ লাইনে পুলিশ সদস্য নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে বিভিন্ন জেলার ৯ জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক প্রত্যেকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিডি-প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর