২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:১২

কথিত ‘বন্দুকযুদ্ধে’ খোকন ডাকাত নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

কথিত ‘বন্দুকযুদ্ধে’ খোকন ডাকাত নিহত

বরিশালের বাকেরগঞ্জ পৌর শহরের রুহিতের পাড় এলাকায় পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ফরিদুল ইসলাম খোকন ওরফে খোকন ডাকাত (৩৫) নিহত হয়েছেন। গতকাল রবিবার রাত ১টার দিকে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

খোকনের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার মহেষপুর এলাকায়। পুলিশের দাবি, সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। খোকনের বিরুদ্ধে বাকেরগঞ্জসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে। 

বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হারুন-অর রশিদ জানান, ডিবি পুলিশ রবিবার রাত ৮টায় বাকেরগঞ্জের মহেশপুর বাজার থেকে ফরিদুল ইসলাম খোকন ওরফে খোকন ডাকাতকে আটক করে। রাত ১টার দিকে বাকেরগঞ্জ থানা পুলিশের সহায়তায় জেলা ডিবি পুলিশের দলটি খোকনকে নিয়ে রুহিতেরপাড় এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে যায়। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা খোকনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করতে শুরু করে। পুলিশও পাল্টা গুলি করে। এ সময় খোকন পালাতে গিয়ে গোলাগুলির মধ্যে পড়ে আহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার খোকনকে মৃত ঘোষণা করে। খোকনের মরদেহ বরিশাল মর্গে পাঠানো হয়েছে। 

খোকনের সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে। 

 

বিডি প্রতিদিন/২৬ সেপ্টেম্বর, ২০১৬/এ মজুমদার/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর