২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৫২

প্রধানমন্ত্রীর লেখা সেই চিঠি শীর্ষেন্দুর হাতে

সঞ্জয় কুমার দাস, পটুয়াখালীঃ

প্রধানমন্ত্রীর লেখা সেই চিঠি শীর্ষেন্দুর হাতে

পায়রা নদীতে ব্রীজ নির্মানের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে লেখা চিঠির উত্তর হাতে পেল পটুয়াখালীর সরকারী জুবীলি উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী শীর্ষেন্দু বিশ্বাস।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ব্রীজ নির্মানের প্রতিশ্রুতি দিয়ে শীর্ষেন্দুর কাছে একটি চিঠি পেরণ করেন।

আজ সোমবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের ছাত্র মিলনায়তনে এক অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় অতিথিবৃন্দের উপস্থিতিতে জেলা প্রশাসক একেএম শামীমুল হক সিদ্দিকী শীর্ষেন্দুর হাতে প্রধানমন্ত্রীর দেয়া চিঠি তুলে দেন। সেই সঙ্গে শীর্ষেন্দু বিশ্বাসের উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনার দায়িত্ব নেয় জেলা প্রশাসন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড তারিকুজ্জামান মনি, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. সুলতান আহমেদ মৃধা, মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক প্রমূখ।

বিডি-প্রতিদিন/ ২৬ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর