শিরোনাম
২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:০৯

ময়মনসিংহে ৩ ভাইয়ের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে ৩ ভাইয়ের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা

ময়মনসিংহের ত্রিশালে মক্কেস আলী (৭৫), নুরুল ইসলাম (৬৮) নুর মুহাম্মদ (৬৫) নামের ৩ ভাইয়ের বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার দুপুরে ময়মনসিংহের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নং আমলি আদালতে এ মামলাটি দায়ের করা হয়।

হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় গ্রামের আব্দুল লতিফ মামলাটি দায়ের করেন। পরে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজহারে সূত্রে জানা যায়, ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে একদিন বিকেলে পাকিস্তানি মিলিটারিদের সাথে আসামিসহ ১০-১২জন রাজাকার বাদীর পৈত্রিক বাড়িতে প্রবেশ করে। বাদির বড় ভাই মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের সন্ধান দেওয়ার জন্য বাদির পিতার ওপর শারীরিক নির্যাতন চালায় এবং বাদির বড় বোন জমিলা খাতুনকে ঘরের একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করে ১ নং আসামি মক্কেস আলী।

এসময় বাদির আরেক বড় ভাই আব্দুল মান্নানকে পেয়ে তাকে ধরে হানাদার বাহিনীর ক্যাম্প দরিরামপুর হাই স্কুলে নিয়ে গিয়ে খুন করে।

এছাড়াও মামলার বিভিন্ন সাক্ষীর ঘরে প্রবেশ করে এবজনের বড় বোন সোহাগী রাণী সাহাকে গণধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে হত্যা, বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ রয়েছে এজহারে।

বিডি-প্রতিদিন/ ২৬ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর