Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ২০:২৬
আপডেট :
টাঙ্গাইলে বন্ধুদের হাতে নবম শ্রেণির ছাত্র খুন
নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলে বন্ধুদের হাতে নবম শ্রেণির ছাত্র খুন

টাঙ্গাইল সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নবম শ্রেণির এক ছাত্র খুন হয়েছে।

সোমবার দুপুরে টাঙ্গাইলের পৌর এলাকা সাকরাইলে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ মোমিন (১৮)। সে সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল স্কুলের নবম শ্রেণির ছাত্র।
 
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হাসান ভুইয়া জানায়, সাকরাইল গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোমিনের সাথে দুপুরে বাড়ির পাশেই তার কয়েকজন বন্ধুর কথাকাটাকাটি হয়। পরে দুপুর একটার দিকে সেখানে পরিত্যক্ত একটি টিনসেট ঘরের ভেতর স্থানীয়রা মোমিনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তবে কি নিয়ে তাদের মাঝে কথাকাটাকাটি হয় তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

বিডি-প্রতিদিন/ ২৬ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow