২৬ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৫৬

ফরিদপুরে দাফন হলো আলোচিত শিশু গালিবা হায়াতের

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর:

ফরিদপুরে দাফন হলো আলোচিত শিশু গালিবা হায়াতের

চিকিৎসা বিজ্ঞানকে অবাক করে দিয়ে চার দিন বেঁচে থেকে শিশু গালিবা চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে চলে গেলো না ফেরার দেশে।

রবিবার রাত দশটা ত্রিশ মিনিটে সে ঢাকার স্কায়ার হাসপাতালে মারা যায়।

শিশুটিকে ঢাকা থেকে ফরিদপুরের নিয়ে আসা হয় সোমবার বিকেল পাঁচটার দিকে। আসর নামাজের পর ফরিদপুর ঈদগা ময়দানে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাযায় অংশ নেন। জানাযা শেষে সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুরের আলীপুর পৌর কবরস্থানে গালিবা হায়াতকে দাফন করা হয়।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর রাতে ফরিদপুরের একটি বেসরকারী হাসপাতালে জন্ম নেয় নাহমুল হুদা ও নাজনীন আক্তার দম্পত্তির কন্যা শিশুটি। পরে চিকিৎসকেরা শিশুটিতে মৃত ঘোষণা করে। ভোরে শিশুটিকে দাফন করতে কবরস্থানে নেয়া হয়। দাফনের পূর্বে সে কেঁদে উঠলে দ্রুতই তাকে হাসপাতালে নেয়া হয়। এ বিষয়টি নিয়ে ফরিদপুরসহ গোটা দেশজুড়ে বেশ আলোচনার সৃষ্টি হয়।

বিডি-প্রতিদিন/ ২৬ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর