Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৩৩
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
শেখ আহসানুল করিম, বাগেরহাট:
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

বাগেরহাটের সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। নিহত ব্যক্তির নাম আজিম সিকদার (৩০)।

এ ঘটনায় আহত হয়েছেন অপর তিন ব্যক্তি।  

মঙ্গলবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের আদালত প্রাঙ্গণের সামনে একটি বাস ভ্যানকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আজিম শিকদার বাগেরহাটের কচুয়ার বারুইখালী গ্রামের ইমাম আলী শিকদারের ছেলে। আহতরা হলেন- ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য সাইদুর রহমান,  বারুইখালী গ্রামের ভ্যান চালক সোহরাব সেখ ও নিহতের ভাই আলমগীর শিকদার।

নিহতের ভাই আহত আলমগীর শিকদার জানান, ভাই অসুস্থ ছিল। তাকে নিয়ে ভ্যানে করে খুলনায় চিকিৎসার জন্য যাওয়ার পথে যাত্রীবাহী বাস আমাদের ভ্যানটিকে চাপা দেয়।  

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। বাসের চালক পালিয়ে গেছে।  

 

বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow