২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৪৯

সৃজনশীল প্রশ্ন বাড়ানোর প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি

সৃজনশীল প্রশ্ন বাড়ানোর প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন বাড়ানোর প্রতিবাদে চতুর্থ দিনের মতো মঙ্গলাবারও ময়মনসিংহে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে, পুলিশ অন্তত ১২ শিক্ষার্থীকে আটক করলে পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম।

জানা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৬টি সৃজনশীল প্রশ্নের পরিবর্তে বর্তমানে ৭টি করা হয়েছে। ফলে পরীক্ষার আগ মুহূর্তে এ ধরনের পরিবর্তনে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে গত চার দিন যাবৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। নগরীর গাঙ্গিনার পাড় মোড়, নতুন বাজার মোড়, স্টেশন রোড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তাসহ শহরের বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করে তারা গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ এসে তাদের ছত্র ভঙ্গ করে দেয়। এক পর্যায়ে গাঙ্গিনার পাড় এলাকার ফুটপাতের ব্যবসায়ীরাও ধাওয়া দেয় আন্দোলনরত শিক্ষার্থীদের। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী ও পথচারী আহত হয়। পুলিশ এ সময় কমপক্ষে ১২ জন শিক্ষার্থীকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেয়।

শিক্ষার্থীদের এমন আন্দোলনের ফলে নগরীর বিভিন্ন রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে অসংখ্য সাধারণ মানুষ।

বিডি-প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর