২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:২১

যশোরে ৬২৯ মণ্ডপে পূজা

অনলাইন ডেস্ক

যশোরে ৬২৯ মণ্ডপে পূজা

এবারের শারদীয় দুর্গোৎসবে যশোর জেলার ৮ উপজেলায় ৬২৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে এখানকার মৃৎশিল্পীরাও ব্যস্ত সময় কাটাচ্ছেন। তারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরি, রংতুলি ও সাজসজ্জার কাজ করছেন।

যশোর র‌্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানিয়েছেন, মণ্ডপের নিরাপত্তায় আনসার-পুলিশের পাশাপশি র‌্যাবের নিয়মিত টহল দল থাকবে।

জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন বলেন, যশোর সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এখানে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও সাড়ম্বরে শারদীয় দুর্গাপূজা পালিত হবে।

জেলা পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, জেলার ৮ উপজেলায় মোট ৬২৯টি মণ্ডপে দুর্গাপূজা পালিত হবে। এর মধ্যে যশোর সদর উপজেলায় ১৩৫টি মণ্ডপে, অভয়নগর উপজেলায় ১১৭টি মণ্ডপে, মনিরামপুরে ৮৪টি মণ্ডপে, কেশবপুরে ৮৯টি মণ্ডপে, বাঘারপাড়ায় ৮৩টি মণ্ডপে, চৌগাছায় ৪৮টি মণ্ডপে, ঝিকরগাছায় ৪৭টি মণ্ডপে এবং শার্শা উপজেলায় ২৬টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন অনুষ্ঠিত হবে।

আগামী ৭ অক্টোবর ষষ্ঠীর মাধ্যমে ৫ দিনব্যাপী এ দুর্গোৎসব শুরু হবে এবং ১১ অক্টোবর বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।

জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসীম কুন্ডু বলেন, জেলার পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আমাদের বেশ কয়েকবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মণ্ডপের সার্বিক নিরাপত্তা রক্ষায় ব্যাপক আশ্বাস দেয়া হয়েছে।

জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর বলেন, জেলার প্রতিটি মণ্ডপে সরকারের পক্ষ থেকে সাহায্য-সহযোগিতা প্রদান অব্যাহত রয়েছে। মনিরামপুর, কেশবপুর, অভয়নগরসহ জলাবদ্ধ এলাকার মণ্ডপগুলোর প্রতি বিশেষ নজর দেয়া হচ্ছে।

বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৬/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর