Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৪৯
আপডেট :
নোয়াখালীতে যুবলীগ নেতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে যুবলীগ নেতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

নোয়াখালীর সোনাইমুড়ীতে যুবলীগ নেতা ফরহাদ হত্যায় খুনীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে সহস্রাধিক বিক্ষুদ্ধ জনতা। আজ বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ ঘটনা ঘটে।

এ সময় নোয়াখালী-সোনাইমুড়ী-ঢাকা প্রধান সড়ক এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসন খুনীদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় ও সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টম্বর বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোনাইমড়ী পৌরসভার ৭নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি নাওতলা গ্রামের ফরহাদকে (২২) প্রকাশ্যে সোনাইমুড়ী স্কুলের সামনে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে দলীয় প্রতিপক্ষ যুবলীগ কর্মী সুজন, মামুন, কাউসার ও আলোসহ কয়েকজন।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঐ দিন রাতে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে যুবলীগ নেতা ফরহাদ মারা যায়। এ ঘটনায় এলকায় হাজারো জনতা বিক্ষোবে ফেটে পড়ে। পরে ফরহাদের বড় ভাই মাসুদ বাদী হয়ে সুজন ও মামুনসহ ২০ জনের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এদিকে এ ঘটনার পর থেকে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।


বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর ২০১৬/হিমেল

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow