২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৪০

গরু পাচার রোধে সরব মমতা

অনলাইন ডেস্ক

গরু পাচার রোধে সরব মমতা

আবারও গরু পাচারকারী ও চোরাচালানকারীদের বিরুদ্ধে কথা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মঙ্গলবার বহরমপুরের স্টেডিয়াম ময়দানে প্রশাসনিক মঞ্চ থেকে পাচার রোধে প্রশাসনকে কড়া নির্দেশ দেন তিনি। একইসঙ্গে সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

এর আগেও গরু পাচার বন্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন মমতা। কিন্তু পাচার পুরোপুরি বন্ধ করা যায়নি। মমতার আহ্বান, কিছু মানুষের কারণে গোটা জেলার বদনাম হচ্ছে। এটা হতে দেবেন না। স্মাগলার ও গরু পাচারকারীদের চিহ্নিত করুন। শুধু প্রশাসন নয়, সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। এক হয়ে পাচার রুখুন।

 

বিডি-প্রতিদিন/ ২৮ সেপ্টেম্বর, ২০১৬/ অাফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর