২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৫৫

বাগেরহাটে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

বাগেরহাটের মোড়েলগঞ্জে নিপা আকতার (১৯) নামের এক গৃহবধূকে তার স্বামীর বাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। মঙ্গলবার সকালে মোড়েলগঞ্জ উপজেলার খারুইখালী গ্রামে ওই গৃহবধূর স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার পর পরই নিহতের স্বামীর বাড়ির লোকজন পালিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

নিহতের পরিবারের সদস্যরা জানায়, মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরণ গ্রামের বাহাদুর হাওলাদারের মেয়ে  নিপা আক্তারের সাথে পার্শবতী খাইরুখালী গ্রামের কোরবান আলীর ছেলে রবিউলের সাথে ১০ মাস আগে বিয়ে হয়। এরপর থেকে যৌতুকের জন্য নিপার শশুর বাড়ির লোকজন অত্যাচার নির্যাতন করতো। এক পর্যায়ে মঙ্গলবার সকালে নিপাকে তার স্বামীসহ ওই পরিবারে সদস্যরা শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, গৃহবধু নিপার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।


বিডি প্রতিদিন/২৮ সেপ্টেম্বর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর