২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:১৩

বাগেরহাটে তথ্য অধিকার দিবসে র‌্যালি-আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে তথ্য অধিকার দিবসে র‌্যালি-আলোচনা সভা

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বাগেরহাটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। 

বাগেরহাট জেলা ও সদর উপজেলা প্রশাসন এবং সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে র‌্যালিতে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের নেতৃত্বে জেলা প্রশাসন, সনাক, রোভার স্কাউটসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। 

আজ জেলা প্রশাসকের সভাকক্ষে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন-উল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ নজরুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।

সনাক সদস্য খোন্দকার আছিফ উদ্দিন রাখীর সঞ্চালনায় অনুষ্ঠানে তথ্য জানার অধিকার দিবসের ধারণাপত্র পাঠ করেন সনাক সদস্য প্রফেসর চৌধুরী আব্দুর রব। সভায় বক্তারা তথ্য অধিকার আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।  

 

বিডি প্রতিদিন/২৮ সেপ্টেম্বর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর