২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:২০

ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মাধ্যমিক শ্রেণীর পরীক্ষার মান বন্টন পরিবর্তনসহ ৬ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ের ১৩টি উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। বুধবার দুপুরে চৌরাস্তায় ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় প্রায় ২ ঘন্টা শহরের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।

পরে জেলা প্রশাসক আব্দুল আওয়াল ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে অবরোধ তুলে দেওয়া হয়।

এরপর ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করে শিক্ষার্থীরা। ৬ দফা দাবিগুলো হল, ৬টি সৃজনশীল প্রশ্নের উত্তর ২ ঘণ্টা ১০ মিনিটে দেওয়া ওনেক কঠিন হয়ে যায়। সেখানে ২ ঘন্টা ৩০ মিনিটে ৭ টি সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে দিবে শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করে সৃজনশীল ৭ টির পরিবর্তে ৬ টি করার দাবি জানান শিক্ষার্থীরা।

এসময় ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, রিভারভিউ উচ্চ বিদ্যালয়, সিএম আয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজসহ প্রায় ১৩ স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


বিডি প্রতিদিন/২৮ সেপ্টেম্বর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর