২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:০০

পুড়ে গেছে উজিরপুরের কাঁরফা বাজার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

পুড়ে গেছে উজিরপুরের কাঁরফা বাজার

প্রতীকী ছবি

 

বরিশালের উজিরপুর উপজেলার কাঁরফা বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ছয়টি দোকান, একটি ক্লাব ঘর। বুধবার ভোররাত ৪টায় সংঘটিত এই অগ্নিকাণ্ডে একটি দূর্গা মন্দির ও আরো দুটি দোকানও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের হিসেব অনুযায়ী এই অগ্নিকাণ্ডে ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ক্ষতিগ্রস্থদের দাবি, তাদের অর্ধ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। 

বরিশাল ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা ফায়ারম্যান রিয়াজুল ইসলাম জানান, বুধবার ভোররাত সাড়ে ৪ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্টিকের মাধ্যমে কাঁরফা বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলোতে। খবর পেয়ে উজিরপুর ও গৌরনদী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণ করে। এর আগেই ১টি লাইব্রেরি, ২টি ফার্মেসি, ১টি জুয়েলারি, ১টি কাপড়ের, ১টি মুদি দোকান, ২টি অটোরিক্সা এবং স্থানীয় একটি ক্লাব ঘর পুড়ে যায়। এছাড়া আরো দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

উজিরপুর থানার ওসি গোলাম ছরোয়ার জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। 

 

বিডি প্রতিদিন/২৮ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর