২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৪৫

নাফনদীর মোহনা থেকে ৪৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার

আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার)

নাফনদীর মোহনা থেকে ৪৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপে কোস্টগার্ড অভিযান চালিয়ে নাফনদী মোহনা থেকে একটি নৌকাসহ ৯ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কোস্টাগার্ড টেকনাফ স্টেশনে এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম পূর্বজোন বেইজ অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এস এম মঈন উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কমান্ডার সাহীদ চৌধুরী।

লে. মইন জানান, 'মঙ্গলবার রাত ৮ টার দিকে এ অভিযান চালানো হয়।  এ সময়  ট্রলার হতে পাচারকারিরা পালিয়ে যায়। কোস্টগার্ড টেকনাফ ষ্টেশন কমান্ডার লে. নাফিউর রহমানের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদের সুত্র ধরে উপজেলা সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফনদীর মোহনায় এ অভিযান পরিচালনা করে। পাচারকারী চক্রটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারটির নিচের অংশ ফুটো করে দিয়ে উপকূলের কাছাকাছি এসে নেমে পালিয়ে যায়। পরে ট্রলারের ভিতরে তল্লাশি করে ৯ লাখ পিস ইয়াবা পাওয়া যায়'।

উদ্ধার ইয়াবার আনুমানিকমূল্য ৪৫ কোটি টাকা। উদ্ধার ইয়াবাগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কোস্টগার্ড কর্মকর্তা। 


বিডি-প্রতিদিন/২৮ সেপ্টেম্বর, ২০১৬/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর