২৮ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৩৮

ছেলের সাক্ষ্যে নেশাগ্রস্ত বাবা জেলে

ফারুক তাহের, চট্টগ্রাম

ছেলের সাক্ষ্যে নেশাগ্রস্ত বাবা জেলে

নেশাগ্রস্ত বাবাকে পুলিশর হাতে তুলে দিল তার দুই ছেলে। বাবা মোহাম্মদ মিলনের (৪০) অত্যাচারে অতীষ্ঠ হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে মিলনের দুই সন্তান শহীদুল ইসলাম সাজু এবং সাইফুল ইসলাম ।

পুলিশ মিলনের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধারের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালত মিলনকে তিন মাসের সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে। বুধবার নগরীর বায়েজিদ বোস্তামি থানার মোহাম্মদনগর এলাকা থেকে মিলনকে আটক করে পুলিশ।

বায়েজিদ বেস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, 'মিলন আগে রিক্সা চালাত। তাদের বাড়ি ফেনীর দাগনভূঁইয়ায়।  বছরখানেক ধরে মিলন ইয়াবায় আসক্ত হয়ে পড়ে।  ইয়াবার টাকা না দিলে সে স্ত্রী-সন্তানকে মারধর করে'।

তার বাসায় ইয়াবা রয়েছে-এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। দুপুরে মিলনকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় মিলনের দুই ছেলে আদালতে বাবার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ তাকে দন্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। মিলনের দুই ছেলে সাজু পোশাক কর্মী এবং সাইফুল গাড়িচালক।


বিডি-প্রতিদিন/২৮ সেপ্টেম্বর, ২০১৬/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর