Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১২:১৭
শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবি
বাগেরহাট প্রতিনিধি
শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবি

বিশ্ব শিশু দিবসে শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের সামনে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসন ও এনসিটিএফের উদ্যোগে এই মানবববন্ধন করা হয়। এতে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেনসহ (এমপি) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও সামাজিক সংগঠনগুলো নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট মহিলা কর্মকর্তা কাওসার পারভীন, নারী নেত্রী শরীফা হেমায়েত, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, এনসিটিএফ এর সভাপতি শাফিকুর রহমান এলিন, শেখ আজমল হোসেন। শিক্ষার্থীরাও বক্তব্য দেন মানববন্দনে।

বক্তারা বলেন, শিশুদের প্রতি কোনো প্রকার সহিংসতা দেখতে চাই না। শিশুর প্রতি মমতাবোধ থাকা প্রত্যেক মানুষের দায়িত্ব-কর্তব্য। ভবিষ্যৎ প্রজন্মের কর্ণধার হিসেবে গুরুত্ব দিয়ে শিশুদের প্রতি সহমর্মিতা দেখাতে হবে।

 

বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow