২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:১৪

খাগড়াছড়িতে কন্যা শিশু দিবস উদযাপন

অনলাইন ডেস্ক

খাগড়াছড়িতে কন্যা শিশু দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় খাগড়াছড়িতে কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। ‘শিশু কন্যার বিয়ে বন্ধ করি; সমৃদ্ধ দেশ গড়ি’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে খাগড়াছড়িতে প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা শিশু একাডেমি ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

পরে অফিসার্স ক্লাবে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানুু চৌধূরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম সালাহ উদ্দিন ও সদর উপজেলা জেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চু মণি চাকমা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাধবী বড়ুয়া।

বিডি প্রতিদিন/ ২৯ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর